।। উপজেলা প্রতিনিধি ।।
ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষা অফিসের চারজন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের (এটিইও) পদ শূন্য থাকায় অফিসটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীর উপজেলা শিক্ষা অফিসের চারজন উপজেলা সহকারি শিক্ষা অফিসারের পদ শূন্য থাকায় শিক্ষা অফিসের সামগ্রিক কার্যাবলী সম্পাদনের জন্য পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক উপজেলা শিক্ষা অফিসে সার্বক্ষণিক সার্বিক সহায়তা করতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি ক্লাস্টারে বিভক্ত। চারজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসব ক্লাস্টারের দায়িত্ব পালন করতেন। বর্তমানে চারজন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদ শূন্য হওয়ায় এসব ক্লাস্টারে দায়িত্ব পালন করার কেউ নেই। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার (টিইও) অসুস্থ থাকার কারণে অধিকাংশ সময় কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন।
পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসের দায়িত্ব পালন করতে হওয়ায় আমার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা শিক্ষা অফিসার অসুস্থ, তিনি ছুটিতে রয়েছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা শিক্ষা অফিসার মাসে একবার অফিসে এসে বেতনবিলে স্বাক্ষর করেন। সহকারি উপজেলা শিক্ষা অফিসারের শূন্য পদ পূরণ হোক এটা বোধহয় তিনি চান না। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকারকে অফিসে পাওয়া না যাওয়ায় তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, প্রধান শিক্ষককে বিভিন্ন অনুষ্ঠান ও মিটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তবে এটা সাময়িক।
//নিউজ/ভূরুঙ্গামারী//খোকন/মার্চ/১৭/২৩