|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র সমাপ্তি
২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২৮টি ক্লাব অংশ গ্রহণ করে। এরমধ্যে একক মোট ১২টি দল ও দ্বৈত ১৬টি দল অংশ নেয়। ফলাফলে একক চ্যাম্পিয়ন তিতাস স্পোর্টিং ক্লাব, একক রানার্সআপ মাসুদ, দ্বৈত চ্যাম্পিয়ন রাহুল জুটি, দ্বৈত রানারসআপ তিতাস স্পোর্টিং ক্লাব, একক সেরা খেলোয়াড় দুর্জয়, তিতাস স্পোর্টিং ক্লাব, দ্বৈত সেরা খেলোয়াড় রাহুল জুটি নির্বাচিত হয়।
https://www.ulipur.com/?p=23073
➤ উলিপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেয়। এ সময় বক্তারা উলিপুরের বুক চিরে বয়ে যাওয়া বুড়ি-তিস্তা সহ দেশের সকল নদ-নদী দখল, দুষনমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানান।
https://www.ulipur.com/?p=23076
➤ কুড়িগ্রাম শহরে বাড়ী নির্মাণকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহারা গ্রামের মৃত: আব্দুল জলিল’র ছেলে অবসরপাপ্ত চাকুরীজীবী আব্দুল আহাদ কুড়িগ্রাম শহরের নাজিরা মুন্সিপাড়ায় ক্রয়কৃত ৭শতক জমিতে ফ্লাট নির্মাণ করছিলেন। প্রতিবেশী মৃত: আজিমুদ্দির ছেলে কয়ছার, কুতরত, লিয়াকত ও রেজাউলের সাথে সীমানা নিয়ে তার বিরোধ চলছিল।
https://www.ulipur.com/?p=23080