।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত ৯টায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে আউটডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী ক্লাবকে পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রেশমিন জান্নাত লাকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, টুর্নামেন্ট উপ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জামান আহমেদ কাজল, কুড়িগ্রাম সদর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খাইরুল আনাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রোখশানা বেগম লিপি প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২৮টি ক্লাব অংশ গ্রহণ করে। এরমধ্যে একক মোট ১২টি দল ও দ্বৈত ১৬টি দল অংশ নেয়। ফলাফলে একক চ্যাম্পিয়ন তিতাস স্পোর্টিং ক্লাব, একক রানার্সআপ মাসুদ, দ্বৈত চ্যাম্পিয়ন রাহুল জুটি, দ্বৈত রানারসআপ তিতাস স্পোর্টিং ক্লাব, একক সেরা খেলোয়াড় দুর্জয়, তিতাস স্পোর্টিং ক্লাব, দ্বৈত সেরা খেলোয়াড় রাহুল জুটি নির্বাচিত হয়।