।। টেক ডেস্ক ।।
ইমো’তে অডিও এবং ভিডিও কলে নেওয়া যাবে না আর স্ক্রিনশট। ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ নামে নতুন এই ফিচার নিয়ে এসেছে ইমো। মূলত সাইবার অপরাধীরা অনুমতি ছাড়াই ভুক্তভোগীর কল রেকর্ড করে রাখে বা ছবি তুলে রাখে যেন তা পরবর্তীতে ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করা যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত অপরাধ থেকে রক্ষা করতে ও ব্যবহারকারীদের গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতেই ইমো’র এই পদক্ষেপ।
ইমো’র দাবি, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ একটি শক্তিশালী গোপনীয়তাবিষয়ক নিরাপত্তা ফিচার। এই ফিচার চালুর ফলে এখন সাইবার অপরাধীরা ইমো’র ভিডিও ও অডিও কলের ক্ষেত্রে স্ক্রিনশট ও স্ক্রিন/অডিও রেকর্ডিং করতে পারবে না। এভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে এই ফিচার। একবার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি চালু করা হলে ভিডিও কল অপর প্রান্ত থেকে রেকর্ড করলে সেই রেকর্ডেড ভিডিও কলের ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে কালো হয়ে যাবে এবং ভিডিও কলের সময় স্ক্রিনশটও নিষিদ্ধ হয়ে যাবে।
এ ছাড়া ভিডিও বা অডিও কলের ক্ষেত্রে কেউ ভয়েস মেসেজ রেকর্ড করতে চাইলে ব্যবহারকারী সাথে সাথে অ্যালার্ট নোটিফিকেশন পাবেন।
যেভাবে চালু করবেন ফিচারটি
➤ প্রথমে আপনার ফোনে থাকা ইমোটি ওপেন করুন।
➤ এবার সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
➤ এরপর ব্লক স্ক্রিনশট ফর কলসে ট্যাপ করে অ্যাকটিভ করতে হবে।
➤ এবার আপনার সকল ইমো কন্টাক্ট নাম্বারে অ্যাপ্লাই করুন।
এছাড়াও ব্যবহারকারীরা নির্দিষ্ট কন্টাক্টের জন্যও এই ফিচারটি চালু করতে পারবেন।
➤ সেক্ষেত্রে তাদের ওই নির্দিষ্ট কন্টাক্টের চ্যাট পেইজে যেতে হবে।
➤ এরপর ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচারটি ওই নির্দিষ্ট কন্টাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে।
মনে রাখবেন, এই ফিচারটির সুবিধা নিতে হবে আপনার ইমোটি আপডেট করে নিতে হবে।