প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী
পদের নামঃ দোভাষী
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনষ্টিটিউট হতে ফরাসী ভাষার ন্যূনপক্ষে ডিপ্লোমা (A-2) কোর্স পাশসহ কমপক্ষে স্নাতক সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে। উল্লেখ্য, B-1 কোর্স সম্পন্ন ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ফরাসী ভাষায় পারদর্শী এবং দোভাষী হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতাঃ ফরাসী হতে ইংরেজী, ইংরেজী হতে ফরাসী ও ফরাসী হতে বাংলা ভাষায় বাক্য বিনিময় ও অনুবাদসহ ইংরেজী ও ফরাসী ভাষায় লেখা এবং অনর্গল কথা বলার পারদর্শী হতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর ধরনঃ পুরুষ
বয়সসীমাঃ ০৪ এপ্রিল ২০২৩ তারিখে ২৪-৪৫ বছর
আবেদনের ঠিকানাঃ সেনা সদর, জিএস শাখা (অভারসীজ অপারেশনস পরিদপ্তর), ঢাকা সেনানিবাস।
আবেদন ফিঃ প্রার্থীকে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
ডাক্তারী পরীক্ষার সময় ও স্থানঃ ০৩ এপ্রিল ২০২৩ তারিখ সকাল সাড়ে ০৮টায় সিএমএইচ, ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে।
নির্বাচনী পরীক্ষার সময় ও স্থানঃ ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ০৪ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ০৯টায় ইউএন ট্রানজিট কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে (৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ ইএমই সংলগ্ন এলাকা) উপস্থিত থাকতে হবে।
আবেদনের সময়সীমাঃ ৩০ মার্চ ২০২৩।
সূত্রঃ বাংলাদেশ সেনাবাহিনী