|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মার্চ ১১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ কৃষক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার বর্ধিত সভা, কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয় পোদ্দার মার্কেটে বাংলাদেশ কৃষক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান লুলু সভাপতিত্বে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
➤ উলিপুরে টিসিবির ডাল ও তেল পাচারকালে জনতার হাতে আটক
তবকপুর ইউনিয়নের টিসিবি ডিলার আরাফাত ট্রেডার্স’র স্বত্বাধিকারী মরিয়ম বেগম রশিদ মার্কেটের গোডাউন থেকে ৩ ব্যবসায়ীর কাছে গোপনে ডাল ও তেল বিক্রি করে দেন। মালামাল ক্রেতারা মুসুর ডাল ও সোয়াবিন তেলের ৩ বস্তা বাই সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। সীমান্ত বাজার (দলবাড়ি) এলাকায় পৌছিলে এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে।
https://www.ulipur.com/?p=23024
➤ রমজান সামনে রেখে কুড়িগ্রামে বাজার তদারকি শুরু
শনিবার (১১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরসহ রাজারহাট বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল। এসময় বাজার মনিটরিংয়ের পাশাপাশি এক দোকানিকে জরিমানাও করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.ulipur.com/?p=23020
➤ ১০ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন
জিয়াউর রহমান পয়দা না হলে দেশ স্বাধীন হতো না, জিয়াউর রহমান পয়দা না হলে এদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিনত হতো। তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করে জেলা বিএনপি।
https://www.ulipur.com/?p=23017