।। নিউজ ডেস্ক ।।
রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরসহ রাজারহাট বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল। এসময় বাজার মনিটরিংয়ের পাশাপাশি এক দোকানিকে জরিমানাও করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে কুড়িগ্রাম শহরের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট উপজেলার রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি, বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করে তদারকি দল।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ সহ কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এর প্রতিনিধি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এধরনের তদারকি অব্যাহত থাকবে।
//নিউজ//কুড়িগ্রাম//চন্দন/মার্চ/১১/২৩