।। টেক ডেস্ক ।।
বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টুইটার। সারা বিশ্বের রাজনীতিবিদ থেকে বড় বড় সেলিব্রেটিসহ সাধারণ মানুষও ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। টুইটারের মালিকানা বদলে ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্কের হাতে।
টুইটার ব্যবহারকারীদের পোস্ট লেখার জন্য স্পেসসহ ১৪০ ক্যারেক্টারে সীমাবদ্ধ ছিল। পরে সেটাকে স্পেসসহ ২৮০ ক্যারেক্টারে রূপান্তর করা হয়। কিন্তু ২৮০ শব্দের সীমাবদ্ধতার কারনে কিছু ভাব প্রকাশ হয় আবার কিছুটা অসম্পূর্ণই থেকে যায়। এই অল্প শব্দের কারণে ব্যবহারকারীদের মনে বেশ আক্ষেপও রয়েই গেছে। কিন্তু এই আক্ষেপের অবসান ঘটাতে এবার ব্যবহারকারিদের জন্য বড় ঘোষণা দিলেন টুইটার সিইও ইলন মাস্ক। খুব শিগগির পোস্ট লেখার জন্য ২৮০ ক্যারেক্টার থেকে তা বেড়ে হবে ১০ হাজার।
ইলন মাস্ক জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শিগগির ‘লংফর্ম টুইট’ ১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি। সম্প্রতি এক ইউটিউবার একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি টুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শিগগির ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে টুইটারে।
এ বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই ফিচারটি চালু করতে পারে টুইটার। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করেনি প্রতিষ্ঠানটি। ১০ হাজার অক্ষরের কথা বলা হলেও, চূড়ান্ত সংস্করণ আসার আগে ওই অক্ষর সীমা পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে তারা। ১৪০টির বেশি অক্ষর রয়েছে এমন এক স্ক্রিনশট পোস্ট করেছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। সেখানে তিনি বলেন, টুইটারে মানুষকে আরো বেশি সুযোগ ও ক্ষমতা দিতে আমরা মোটেও সঙ্কোচবোধ করব না।
ডরসির তত্ত্বাবধানে বর্তমানে টুইটার বেশকিছু ফিচার পরীক্ষামূলক পর্যায়ে আছে। ডরসি টুইটার প্রধানের স্থানে ফিরে আসার পরে ‘মোমেন্টস’ ফিচার, পোলস টু টুইটস, বাই বাটন আর ‘হৃদয়’ আকৃতির ‘লাইক’ বাটন চালু করেছে সাইটটি। ২০১৫ সালে টুইটারের গ্রাহক বৃদ্ধির হার ছিল সবচেয়ে ধীর গতির। এ বছর সাইটটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি।