।। নিউজ ডেস্ক ।।
“সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা আমরা জয় করব মানবতা” স্লোগানকে ধারণ করে উলিপুরে স্বেচ্ছাসেবী মিলন মেলা সিজন-২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে সংগঠনের উপদেষ্টা রবীন্দ্র প্রসাদ পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
রাজারহাটের পথের আলো, তবকপুর ইউনিয়নের আবু সাঈদ ফাউন্ডেশন, অধ্যক্ষ নাসিমা বানু সাধারন ফাউন্ডেশনের সহযোগিতায়, মিডিয়া পার্টনার উলিপুর ডটকম, মানবতার বাতিঘর যুব ও সমাজ উন্নয়ন সংস্থা এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশে’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা, কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, কুড়িগ্রাম সমিতি ঢাকার সাবেক মহাসচিব সাইদুল আবেদীন ডলার, সমাজসেবক তাজুল ইসলাম তাজ।
এসময় উপস্থিত ছিলেন মানবতার বাতিঘরের প্রতিষ্ঠাতা শামীম আলম (এস আলম) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উলিপুর ডট কমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/১০/২৩