বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোর্সের নামঃ ৮৮তম বিএএফএ কোর্স
পদের নামঃ অফিসার ক্যাডেট
শাখাঃ জিডি (পি)
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরিক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’। অথবা ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
শাখাঃ লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরিক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’। অথবা ‘ও’ লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
শাখাঃ ফিন্যান্স
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরিক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’। অথবা ‘ও’ লেভেলে গণিত/হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত/হিসাব বিজ্ঞান-সহ কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
শারীরিক যোগ্যতাঃ পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি। অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।
বয়সঃ ২৮ জুন ২০২৩ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২২ বছর
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা
চাকরির ধরনঃ স্থায়ী
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ
বেতনঃ ১০,০০০ টাকা
আবেদনের নিয়মঃ আগ্রহীরা https://joinairforce.baf.mil.bd/apply লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়ঃ ২৫ এপ্রিল ২০২৩।
সূত্রঃ বাংলাদেশ বিমান বাহিনী