বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৩ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আহব্বান করা হয়েছে এবং অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ যোগ্য নয়।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নামঃ নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৩
শাখাঃ ডিই/ইউসি (সিম্যান)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি (বিজ্ঞান)/সমমান/এসএসসি (ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৬”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ ডিই/ইউসি (কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি (বিজ্ঞান)/সমমান/এসএসসি (ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৪”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ মেডিকেল
শিক্ষাগত যোগ্যতাঃ জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৪”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ পেট্রোলম্যান
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগের জিপিএস ৩.০০ (ন্যূনতম)।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৮”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃরাইটার ও স্টোর
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগের জিপিএস ৩.০০ (ন্যূনতম)।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৪”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ এমওডিসি(নৌ)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগের জিপিএস ৩.০০ (ন্যূনতম)।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৬”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ কুক ও স্টুয়ার্ড
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সামমান/এসএসসি/ (ভোকেশনাল), সকল বিভাগে জিপিএ ২.৫০ (ন্যূনতম)।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৪”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
শাখাঃ টোপসা
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ৫’-৪”, বুকের মাপ ৩০”-৩২” সম্প্রসারণ ২”, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি ৬/৬।
চাকরির ধরনঃ স্থায়ী
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
দক্ষতাঃ সাঁতার জানা
বয়সসীমাঃ ০১ জুলাই ২০২৩ তারিখে নাবিক পদে ১৭-২০ বছর এবং এমওডিসি (নৌ) পদে ১৭-২২ বছর
আবেদনের লিংকঃ https://joinnavy.navy.mil.bd/
আবেদন ফিঃ ২০০ টাকা
আবেদনের সময়সীমাঃ ২৫ মার্চ ২০২৩।
সূত্রঃ বাংলাদেশ নৌবাহিনী