|| আন্তর্জাতিক ডেস্ক ||
গত শনিবার (৪ঠা মার্চ) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় রংপুর বিভাগীয় সমিতি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। কমিটিতে জাহাঙ্গীর আলম সভাপতি ও মোতাহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত রংপুর বিভাগের অধিবাসীগণ জমায়েত হয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। আলোচনা সভা দিয়ে শুরু হয়ে নৈশভোজ পর্যন্ত সমিতির সদস্যগণ একে অপরের সাথে আড্ডায়, আনন্দে ও গানে মেতে ওঠেন। একই অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যকরী কমিটির ১৪ সদস্যের নামও ঘোষণা করা হয়।
দ্বি-বার্ষিক এ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজবানুল হক সুমন, ব্যারিস্টার লুৎফর রহমান ও মাজহারুল হক স্বপন। পরে ব্যারিস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে ও রেজবানুল হক সুমনের সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ সদস্য ডঃ এস পারভেজ দোলন, আব্দুল রাজ্জাক মোল্লা ও বাবুল খান। এ সময় নির্বাচন কমিশনারগণ নব-নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আগামী দু’বছরের জন্য নির্বাচিত নতুন এই কমিটির কার্যকরী সদস্যগণ তাদের বক্তব্যে সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে তাদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করেন। প্রবাসে থেকেও নিজ এলাকার দুঃস্থ অসহায় মানুষদের সহায়তায় সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটির অন্যান্য পদে গোলাম কিবরিয়া ও আব্দুল জলিল সরকার সহ-সভাপতি, মোসাম্মাদ নাজমা সুলতানা ও এমডি আব্দুল জলিল সহঃ সাধারণ সম্পাদক, এমডি হামিদুল হক সাংগঠনিক সম্পাদক, ফরহাদ হোসেন অর্থ বিষয়ক সম্পাদক ও ফকির মোহাম্মদ চৌধুরী সংস্কৃতিক বিষয়কর সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন মাকসুদা বেগম (শিরীন), ব্যারিস্টার নাহিদ, সুলতানা পারভিন, শহর আলী, এস এম মহাদ্দাসুল হাসান জাজ্জ ও সাঈদা এফ চৌধুরী (উর্মি)।