।। টেক ডেস্ক ।।
মাইক্রোসফটের ছায়ায় বেড়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওপেন এআই সার্ভিস ‘চ্যাটজিপিটি’। সম্প্রতি বাজারে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটি। বাজারে এসেই জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় প্রযুক্তিটি। তবে জনপ্রিয়তার সুযোগ নিয়ে প্রতারণায় নেমেছে একদল হ্যাকার। যারা চ্যাটজিপিটি ডাউনলোডের প্রলোভন দেখিয়ে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে গ্রাহকের ডিভাইসে এবং হাতিয়ে নিচ্ছে তথ্য ও পাসওয়ার্ড।
অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের নিরাপত্তা গবেষকেরা জানান, ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরির জন্য ফেসবুকে চ্যাটজিপিটি নামে একাধিক গ্রুপ খুলেছে হ্যাকাররা। এসব গ্রুপ থেকে সহজে চ্যাটজিপিটি ব্যবহারের প্রলোভন দেখিয়ে একটি লিংক পাঠানো হয়। লিংকে ক্লিক করলেই চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইট চালু হয়। এরপর চ্যাটজিপিটি ডাউনলোড অপশনে ক্লিক করলেই কম্পিউটারে ‘ফোবো’ নামের ট্রোজান হর্স ম্যালওয়্যার প্রবেশ করে।
সেটি কম্পিউটারে প্রবেশ করেই ব্রাউজারে সংরক্ষণ করা বিভিন্ন আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে থাকে। পাশাপাশি ব্রাউজারের মাধ্যমে ফেসবুক বা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করলে ব্যবহারকারীদের আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।
তারা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে এ মেলওয়্যার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। মেলওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে থার্ড পার্টি ওয়েবসাইটের বদলে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।