|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২৩ আসামি গ্রেপ্তার
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় পাঁচজন, রৌমারী থানায় একজন। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় দুইজন, নাগেশ্বরী থানায় তিনজন, ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় তিনজন, পূর্বের মামলায় তিনজন, ৩৪ ধারায় চারজনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৩ জন আসামী গ্রেপ্তার করে।
➤ উলিপুরে ৭টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারের নৌকা ঘাট এলাকায় “চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধি)” ও “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূন:খনন প্রকল্প (১ম পর্যায়, ২ সংশোধিত)” শীর্ষক প্রকল্পের উদ্বোধন হয়।
➤ লালমনিরহাটে মাদক বহনের দায়ে কুড়িগ্রামের শিক্ষকসহ গ্রেফতার ২
পেশায় স্কুল শিক্ষক, শিক্ষকতা করেন কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের সারডোব আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শিল্প ও সংস্কৃতি বিষয়ক এই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল আগে থেকেই। তার মাদক সেবনের বিষয়টি এলাকায় অনেকেরই জানা। এবার সেই শিক্ষক ইয়াবা আনতে গিয়ে লালমনিরহাটে এক মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার হয়েছেন।