।। নিউজ ডেস্ক ।।
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার (ফেব্রুয়ারি ২৬) দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের ২০১৭ সালের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মামুন সেলিমের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, কলেজ গভর্নিং বডির সহসভাপতি সাইদ হাসান লোবান, সহকারী অধ্যাপক আয়নাল কবির, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী চলমান রয়েছে।