বাংলাদেশ মেরিন একাডেমিতে স্থায়ী/অস্থায়ী শূন্যপদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
১। পদের নামঃ ইন্সটুমেন্ট অপারেটর
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিদ্যাসহ ২য় শ্রেণীর বি, এস, সি ডিগ্রি।
বেতন গ্রেড ও স্কেলঃ ১২,৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)
ধরণঃ অস্থায়ী
২। পদের নামঃ চীফ পোর্টি অফিসার (সিগন্যাল)
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ নৌ-বাহিনীর উচ্চতর শিক্ষা পরীক্ষা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ।
অন্যান্য যোগ্যতাঃ বাংলাদেশ নৌ-বাহিনীতে প্রাক্তন পেটি অফিসার এবং সিগন্যাল স্কলে প্রশিক্ষক হিসাবে ১ বৎসরের অভিজ্ঞতা অথবা মেরিন একাডেমী হইতে প্রি-সী কোর্সের প্রশিক্ষন প্রাপ্ত ক্যাডেট।
বেতন গ্রেড ও স্কেলঃ ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
ধরণঃ অস্থায়ী
৩। পদের নামঃ চীফ পোর্টি অফিসার (সীম্যানশীপ)
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ নৌ-বাহিনীর উচ্চতর শিক্ষা পরীক্ষা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ।
অন্যান্য যোগ্যতাঃ বাংলাদেশ নৌ-বাহিনীতে প্রাক্তন পেটি অফিসার। হিসাবে ২ বৎসরের অভিজ্ঞতা এবং সীম্যানশীপ ট্রেনিং-এ কমপক্ষে ২ ৎসরের অভিজ্ঞতা অথবা মেরিন একাডেমী হইতে প্রি-সী কোর্সের প্রশিক্ষন প্রাপ্ত ক্যাডেট।
বেতন গ্রেড ও স্কেলঃ ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
ধরণঃ অস্থায়ী
৪। পদের নামঃ চীফ পোর্টি অফিসার
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যাশনাল ক্যাডেট কোর/আনসার/ভিভিপি হইতে প্রশিক্ষণ প্রাপ্ত। অথবা মেরিন একাডেমী হইতে প্রি-সী কোর্সের প্রশিক্ষন প্রাপ্ত ক্যাডেট।
বেতন গ্রেড ও স্কেলঃ ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
ধরণঃ অস্থায়ী
৫। পদের নামঃ অগ্নি নিয়ন্ত্রণ সহকারি
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রিধারী।
অন্যান্য যোগ্যতাঃ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট হইতে প্রশিক্ষণ প্রাপ্ত।
বেতন গ্রেড ও স্কেলঃ ১১,০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
ধরণঃ স্থায়ী
৬। পদের নামঃ ড্রাফটসম্যান
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতাঃ মেশিন ড্রাফটসম্যান হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ১০,২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
ধরণঃ অস্থায়ী
বয়সসীমাঃ ক্রমিক নং ২ ও ৩ নং পদের জন্য ২৮.০২.২০২৩ তারিখে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বৎসর এবং অন্যান্য পদের জন্য বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের লিংকঃ www.macademy.gov.bd এই লিঙ্কে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজ থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ সকল পদের জন্য ১০০ টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্রগ্রামের অনুকূলে সোনালী ব্যাংক লি:/বাংলাদেশ ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং ১-৫২৩৬-০০০১-২৬৮১ তে জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
সূত্রঃ বাংলাদেশ মেরিন একাডেমি