|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন কাপ ফাইনাল অনুষ্ঠিত
চিলমারীতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন কাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এইচ এম রহিমুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন ফাউন্ডেশন (ইউএসএ) আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বি-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় দল চার সাংবাদিক সোহেল ও ইউপি সচিব সুমন এবং এ-গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় দল দুধকুমার এএসআই ফজলুল হক ও প্রাথমিক সহকারী শিক্ষক মিলন চন্দ্র।
➤ রৌমারীতে স্বামীকে হত্যার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
বড়াইবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে সুমন মিয়ার (২২) সাথে একই ইউনিয়নের কলাবাড়ি গ্রামের শুকুর আলী মেয়ে সোমা আক্তার সুমির (১৯) ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে পরকিয়ার জেরে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে তাদের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে গভীর রাতে স্বামী সুমন মিয়াকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
https://www.ulipur.com/?p=22707
➤ কুড়িগ্রামে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে লোকনাট্য অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিসংতা বন্ধে লোক সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে সচেতনতামূলক লোকসঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি। অনুষ্ঠানের উদ্বোধন করেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া।
https://www.ulipur.com/?p=22699
➤ কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যু
ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা বেগম গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে পাড়ে বসে থাকা তার সন্তানরা মাকে দেখতে না পেরে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির ১ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ১০০ ফুট দুরে ঝাঁকি জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
https://www.ulipur.com/?p=22708