।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিসংতা বন্ধে লোক সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে সচেতনতামূলক লোকসঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি। অনুষ্ঠানের উদ্বোধন করেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউপি মেম্বার আব্দুর রহিম রিপন, প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার, ললিতকলা একাডেমির মোস্তাফিজ প্রমুখ।
ইউনিসেফ’র আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সোশ্যাল বিহেভিয়ার চেইঞ্জ প্রকল্পের মাধ্যমে বালবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কুড়িগ্রাম সদর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।