ফরেস্ট গার্ড (বন প্রহরী) পদে ৯৫ জন ও অফিস সহায়ক পদে ১১ জন নিয়োগ দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের সামাজিক বন বিভাগ।
১। পদের নামঃ ফরেস্ট গার্ড
পদ সংখ্যাঃ ৯৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট)/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
২। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী
বেতন গ্রেড ও স্কেলঃ ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ আবেদনকারীর প্রার্থীর বয়স ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের লিংকঃ http://cfcc.teletalk.com.bd
আবেদন ফিঃ ১১২ টাকা। টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
আবেদনের সময়সীমাঃ ১৩ মার্চ ২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত।
সূত্রঃ বন অধিদপ্তর