|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রধানমন্ত্রীর চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম হলেন কুড়িগ্রামের প্রত্যাশা
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রত্যাশা ব্যার্নাজী। পড়াশুনার পাশাপাশি ছবি আঁকার প্রতি শখ তার। ছোট বেলা থেকে ছবি আঁকে। গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আহবান করা হয়েছিল। এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল প্রত্যাশা। প্রথম হয়েছে। তার আঁকা ছবিটি প্রধানমন্ত্রী এবার ২০২৩ সালের শুভেচ্ছা কার্ড করেছেন।
➤ ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
➤ উলিপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
উলিপুরে ২৪পিস ইয়াবাসহ শাহাজাদী বেগম(৫৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় গ্রামের মৃত মনজু মিয়ার স্ত্রী।
https://www.ulipur.com/?p=22657
➤ কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ৫৮জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পরিষদ সদর ডাকবাংলো চত্ত্বরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২টি অটো জেনারেটর কুড়িগ্রাম সিভিল সার্জন এর হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী। এরপর ৫৮জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=22660