।। টেক ডেস্ক ।।
হোয়াটসঅ্যাপে একসাথে অনেক ছবি আদান প্রদানে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। যার ফলে আমরা একসাথে অনেক ছবি পাঠাতে পারি না। কিন্তু এই বিড়ম্বনার অবসান ঘটাতে চলেছে হোয়াটসঅ্যাপ। বেটা সংস্করণে এরই মধ্যে কিছুসংখ্যক পরীক্ষকের মাধ্যমে ফিচারটি পরীক্ষা করে দেখছে মেসেজিং অ্যাপটি।
হোয়াটসঅ্যাপে নতুন সংস্করণটি চালু হলে খুব সহজেই একাসাথে শেয়ার করা যাবে ১০০ ছবি। এছাড়াও বজায় থাকবে ছবির অরিজিনাল রেজুলেশন। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ আপডেটের কাজ শেষ হয়েছে। বর্তমানে ডেস্কটপ সংস্করণের জন্যও একই ধরনের আপডেটের কাজ করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন প্রযুক্তি সংবাদ মাধ্যমগুলো।
এরই মধ্যে আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে বেটা সংস্করণ ২৩.৩.০.৭৫ । কিছুসংখ্যক পরীক্ষক এ সংস্করণ ব্যবহার করে একত্রে ১০০টি মিডিয়া ফাইল শেয়ার করতে পারছেন। বর্তমানে অ্যাপটি ব্যবহারকারীদের একত্রে ৩০টি মিডিয়া ফাইল শেয়ার করার অনুমতি দেয়। প্লাটফর্মটি সহসাই অন্য সব ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি উন্মুক্ত করবে বলে আশা করা যাচ্ছে। প্রযুক্তি সংবাদমাধ্যমগুলো বলছে, ব্যবহারকারীরা ২৩.৩.০৭৩ বা ২৩.৩.০৭৪ সংস্করণ আপডেট করার পর ফিচারটি ব্যবহারের সুযোগ পেতে পারেন।