।। টেক ডেস্ক ।।
কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ড ব্যবহারে সব অক্ষর সব সময় প্রয়োজন হয় না। কিন্তু প্রয়োজনের সময় দেখা যায় এক বা একাধিক অক্ষর চাপলেও সেগুলো ঠিকভাবে কাজ করে না। তাই কি-বোর্ডের সব অক্ষর কাজ করছে কি না, তা আগে থেকেই পরীক্ষা করে রাখা উচিত।
কাজের প্রয়োজনে কি-বোর্ডের সব অক্ষরের কার্যকারিতা অতি জরুরি। তাই কি-বোর্ড কেনার সময় পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। এ জন্য অনেকেই নোটপ্যাড অথবা ওয়ার্ড চালু করে অক্ষরগুলো পরীক্ষা করেন। কিন্তু ব্যস্ততার কারণে বা মনের ভুলে কি-বোর্ডের সব অক্ষর পরীক্ষা করতে অনেকেই ভুল করেন। তবে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেখান থেকে খুব সহজেই এ সমস্যার সমাধান করে নিতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে থাকা সব অক্ষর পরীক্ষা করতে ব্রাউজারে টাইপ করুন en.key-test.ru অথবা এই https://en.key-test.ru/ লিংকে ক্লিক করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই দেখতে পারবেন কি-বোর্ডের একটি লে-আউট। এবার আপনার কি-বোর্ডের অক্ষর গুলো চাপলেই ওয়েবসাইটের কি-বোর্ডে সেগুলো মার্ক হয়ে যাবে। এভাবে সব অক্ষর চেপে দেখতে হবে সব অক্ষর গুলো মার্ক হয় কি না। কোন অক্ষর মার্ক না হলে বুঝতে নিতে হবে কি-বোর্ডে থাকা সেই অক্ষটি কাজ করছে না।