বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/ইআরইউ/পিঅ্যান্ডএম/ইআরসি/এসঅ্যান্ডপি/জিএস) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১। পদের নামঃ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
পদ সংখ্যাঃ ১১০টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ আবেদনের জন্য ইলেকট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেল ৩ থাকতে হবে। অটোক্যাড ও কম্পিউটার চালনা জানতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ অন-প্রবেশন থাকাকালীন বেতন ২৯ হাজার ৬০০ টাকা। নিয়মিত হলে বেতন হবে ৩১ হাজার ৮০ টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
নির্বাচিত প্রার্থী যোগদানে রাজি হলে তাঁকে প্রথম এক বছরের জন্য অন–প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।
আবেদনের লিংকঃ http://brebhr.teletalk.com.bd
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত।
সূত্রঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড