।। নিউজ ডেস্ক ।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে মৌমাছির কামড়ে আবদুস সালাম (৪৫) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ১৫) দিবাগত রাতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পারকোলা উত্তর পাড়া মহল্লার বাসিন্দা।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন মৃত সালামের স্ত্রী রওশনা বেগম (৩৮) ও তাঁদের একমাত্র ছেলে রুহুল আমিন (৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে সালাম পৌর শহরের পারকোলা উত্তর পাড়া মহল্লায় তাঁর বাড়ির পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি জামগাছে মৌমাছি চাক করেছিল। হঠাৎ এলাকার শিশুদের কেউ সেই মৌচাকে ঢিল ছুড়লে শত শত মৌমাছি এসে সালামকে ঘিরে ধরে। সে সময় মৌমাছির কামড়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর স্ত্রী ও ছেলে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও আক্রান্ত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৌমাছির কামড়ে একজনের মৃত্যুর খবর আমরা জেনেছি। লাশটি দাফনের প্রস্তুতি চলছে।’
মৌমাছির চাক দেখলে সতর্কতার সাথে চলাচল করুন। কোন গাছের ডালে বা বিল্ডিংয়ের দেয়ালে চাক দেখলে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ মৌমাছি কামড়ালে আতঙ্কিত হবেন না। মৌমাছির হুল খুবই বিষাক্ত, তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। তবে জেনে রাখুন তাৎক্ষনিক জ্বলুনি কমানোর জন্য যা ব্যবহার করতে পারবেন।
- মৌমাছি কামড়ে জ্বলুনির সঙ্গে সঙ্গে রক্ত বের হলে আক্রান্ত স্থানে বরফ চেপে ধরুন। এতে রক্ত বন্ধ হবে ও ব্যথা কমবে।
- এসেনশিয়াল অয়েল ব্যবহারে যদি আপনার ত্বকে ফুসকুড়ি না ওঠে তবে আক্রান্ত স্থানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি।
- মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি।
- বেকিং সোডার পেস্ট ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে ত্বকের যেখানে মৌমাছি কামড়েছে সেখানে লাগান। আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। মৌমাছির হুলের বিস দূর করবে এটি।
- বাগানে কাজ করছেন এমন সময় মৌমাছি আক্রমণ করেছে? সঙ্গে সঙ্গে খানিকটা মাটি পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন আক্রান্ত স্থানে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- তুলার বল মধুতে ভিজিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন। ধীরে ধীরে ব্যথা ও জ্বলুনি কমে যাবে।
- মৌমাছি কামড়ালে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগান। একটি টাওয়েল পেঁচিয়ে নিন উপরে। আধা ঘণ্টার মধ্যে কমে যাবে জ্বলুনি।