রাজস্ব খাতভুক্ত দুটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নামঃ ক্যাশ সরকার
পদসংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন স্কেলঃ ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড–১৮)
২. পদের নামঃ অফিস সহায়ক
পদসংখ্যাঃ ৪
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নাটোর, বগুড়া, দিনাজপুর, যশোর ও বরিশাল। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫,০০,০০০০,১৭০,১১,০১৭,২০-১৪৯ নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২০ খ্রিঃ তারিখ সর্বোচ্চ বয়সসীমার ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩২ বছর।
আবেদনের লিংকঃ https://eservice.bba.gov.bd/recruitment/
আবেদন ফিঃ সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১০ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়ঃ ০৪ মার্চ ২০২৩ বিকাল ০৪টা পর্যন্ত।
সূত্রঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়