।। টেক ডেস্ক ।।
স্মার্টফোনে এখন সব কাজই করা যায়। সোশ্যাল মিডিয়া স্ক্রোল কখনো বা সিনেমা, নাটক দেখা কিংবা ক্লাসের বইয়ের পিডিএফ থেকে শুরু করে জরুরি কাগজপত্র সবই সংরক্ষণ করা যায় স্মার্টফোনে। তবে যারা ঘন ঘন স্মার্টফোন পরিবর্তন করেন তারা সেই পুরনো ফোনটি হয়তবা ঘরে ফেলে রাখেন অথবা কম দামে বিক্রি করে দেন। কিন্তু আপনি জানেন কি? সেই স্মার্টফোনটি ঘরে ফেলে না রেখে কিংবা বিক্রি না করে জরুরি কাজে ব্যবহার করা সম্ভব।
চলুন জেনে নেয়া যাক যেভাবে পুরোনো স্মার্টফোনকে কাজে লাগাবেনঃ-
➤ আপনার পুরোনো স্মার্টফোনটির যদি স্ক্রিন ঠিকঠাক থাকে তাহলে এটিকে স্টোরেজ ডিভাইসের মতো ব্যবহার করতে পারেন । এছাড়া আপনার বর্তমান স্মার্টফোনটির ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল পুরোনো স্মার্টফোনটিতে রেখে দিতে পারেন।
➤ এলার্ম ক্লক হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও আপনার বর্তমান ফোন দিয়েই এই এলার্ম ক্লক কাজটি করতে পারেন, তবে বাড়ির অন্য সদস্যদের বা শিশুদের জন্য এটি ব্যবহার করতে পারেন।
➤ পুরনো স্মার্টফোনটি খুব ভালো ওয়েবক্যাম হয়ে উঠতে পারে। স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে প্রথমে ফোনটিকে কম্পিউটারের সাথে সংযোগ উপযোগী করে তুলতে হবে। এর জন্য প্লেস্টর থেকে বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
➤ অনেক সময় এমন হয় যে ডেস্কটপ অথবা ল্যাপটপ বাড়িতে রেখে বাড়ির বাইরে গেলেন। এমন সময়ই জরুরি কোনো ফাইলের প্রয়োজন হলো। এক্ষেত্রে আপনার তথ্যের সঙ্গে দূরবর্তী কোনো সংযোগের উপায় থাকলে ব্যাপারটি খুবই সহজ হতো। আপনার পুরোনো স্মার্টফোনটিকেই এ কাজে লাগাতে পারেন।
➤ গুগল ক্রোম রিমোট ডেস্কটপ এক্সটেনশন ইনস্টল করে কম্পিউটারকে দূরবর্তী স্থান থেকেও ব্যবহার করতে পারবেন। এক্সটেনশনে আপনার কম্পিউটারের একটি নাম দেওয়ার পর একটি পিন তৈরি করতে হবে। এ কাজটি শেষ হওয়ার পর স্মার্টফোনটিতেও ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হবে।