।। টেক ডেস্ক ।।
নতুন কোনো স্থানে নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করার ক্ষেত্রে বিশ্বব্যাপী গুগল ম্যাপ ব্যাপক জনপ্রিয়। কিন্তু সমস্যা একটাই, ইন্টারনেট সংযোগ না থাকলে গুগল ম্যাপের এই সুবিধা পাওয়া যায় না। তবে অফলাইন সুবিধা কাজে লাগিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য যে স্থানে যেতে চাচ্ছেন তা আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো সময় ম্যাপটি দেখে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে।
চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে-
➤ প্রথমে গুগল ম্যাপ ওপেন করে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
➤ এরপর অফলাইন ম্যাপে ট্যাব করুন
➤ OWN MAP এ ক্লিক করে নির্দিষ্ট স্থান সিলেক্ট করে ডাউনলোড করুন।
➤ এখন Download ট্যাপ করুন
➤ Offline maps এ ক্লিক করুন
তবে মনে রাখবেন অফ লাইনে ডাউনলোড করে রাখা ম্যাপের তথ্য ১৫ দিন পর হারিয়ে যাবে। এজন্য নির্দিষ্ট সময় অন্তর তথ্য আপডেট করে রাখুন।
যেভাবে আপডেট করবেন-
➤ গুগল ম্যাপ ওপেন করুন
➤ প্রোফাইল পিকচারে ক্লিক করে Offline maps অপশনে প্রবেশ করুন
➤ এখানে থাকে expired or expiring area তে ক্লিক করুন
➤ Update এ ট্যাপ করুন