।। উপজেলা প্রতিনিধি ।।
ভূরুঙ্গামারীতে বাজি ধরে দুধকুমার নদ সাঁতার দিয়ে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর বাবুল মিয়া নামের এক তরুণের লাশ ভেসে উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে পুলিশ বাবুল মিয়ার লাশ উদ্ধার করে। নিহত বাবুল মিয়া পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তারা দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভেসে থাকতে দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (০৫ ফেব্রুয়ারি) পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের বিয়ে হয়। রোববার রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে শহিদুলের ঘাটের নৌকায় ওঠে সবাই। নৌকাটি নদের মাঝে পৌঁছালে বরের ফুফাতো ভাই বাবুল মিয়া অন্য বন্ধুদের সঙ্গে সাঁতরে পার হওয়ার বাজি ধরেন। ৫০০ টাকার বাজিতে নৌকা থেকে ঝাঁপ দেন তিনি। কিছুদূর সাঁতরে যাওয়ার পর স্রোতের টানে তলিয়ে যায় বাবুল। রাত থেকেই তার খোঁজ চালান স্বজনরা। তবে সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি।
//নিউজ/ভূরুঙ্গামারী//আসাদুজ্জামান/ফেব্রুয়ারি/১০/২৩