।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষকের ২১ শতক জমির রোপণ করা বোরো ধানের চারা রাতের আঁধারে উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ইসলাম কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম দীর্ঘ দিন থেকে নিজের ভোগদখল করা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করেছিলেন ২১ শতক জমিতে। পরে ৭ ফেব্রুয়ারি নিজ জমি দেখাশোনা করতে গিয়ে দেখেন ২১ শতক জমির পুরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। আশরাফুলের সাথে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সাথে একাধিকবার অন্যান্য জমি নিয়ে বিচার শালিস হয়েছিল। এ ঘটনা তার প্রতিপক্ষের লোকজন করেছেন বলে তার দাবী। তাদেরকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাকারিয়া মুন্সির ছেলে আব্দুল মজিদ, লিটন, রিপন ও আব্দুল করিম।
কৃষক আশরাফুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি নিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করে বাড়িতে নিয়ে গেছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে আবার ধান রোপণ করবো তার কোন সামর্থ নাই।
আশরাফুলের ছোট ভাই বেলাল হোসেন বাবু বলেন, আমার বড় ভাই অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছে। অভিযুক্ত মজিদরা এসে রাতের আধারে সব ধান উপড়ে ফেলছে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয় কাঞ্চন বালা ও আম্বি খাতুন বলেন, আশরাফুল এই জমিতে ধান রোপণ করছে আমরা দেখছি। তবে রাতে আধারে তার জমির রোপণ করা ধানের চারা কে বা কারা উপড়ে ফেলেছে আমরা দেখি নাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।