|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, ফেব্রুয়ারি ০৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার
ভূরুঙ্গামারীত থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫.৪৫ ঘটিকায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের সোনাতলী নামক এলাকা থেকে ১৮ বোতল ফেন্সীডিলসহ মাদক ব্যবসায়ী লিটন আলী(৩৫)কে গ্রেফতার করেছে।
➤ উলিপুরে সর্বত্রই বেড়েছে কুকুরের উপদ্রপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ
উলিপুরে সর্বত্রই কুকুরের উপদ্রপ বেড়েছে। গ্রামাঞ্চলের মেঠোপথ থেকে শুরু করে হাট-বাজার, রাস্তা-ঘাট, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থানে চলছে বেওয়ারিশ কুকুরের অবাদ বিচরণ। ফলে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। এ পরিস্থিতিতে উপজেলায় যেন কুকুর আতংকের জনপদে পরিণত হয়েছে।
https://www.ulipur.com/?p=22253
➤ কুড়িগ্রামে সংবাদ সম্মেলনে সপরিবারে আত্মহত্যার হুমকি
চাচাতো ও সৎভাইদের জমি দখলসহ ও অন্যান্য অত্যাচার থেকে মুক্তি পেতে সাংবাদিক সম্মেলন করে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ভূরুঙ্গামারীর শিংঝাড় গ্রামের ভুক্তভোগী একটি পরিবার। রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান। এ সময় কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
https://www.ulipur.com/?p=22248