।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে সর্বত্রই কুকুরের উপদ্রপ বেড়েছে। গ্রামাঞ্চলের মেঠোপথ থেকে শুরু করে হাট-বাজার, রাস্তা-ঘাট, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থানে চলছে বেওয়ারিশ কুকুরের অবাদ বিচরণ। ফলে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। এ পরিস্থিতিতে উপজেলায় যেন কুকুর আতংকের জনপদে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দীর্ঘ কয়েক বছর আগে নামমাত্র কিছু সংখ্যক কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়। কুকুর নিধন না করার কারণে এর উৎপাত ব্যাপক হারে বেড়ে গেছে। এসব কুকুরের হিংস্র মূর্তি দেখে সব সময় একটা ভীতিকর অবস্থায় থাকতে হয়। এ পরিস্থিতি উপজেলার বাকরের হাট, বকুলতলা বাজার, দূর্গাপুর, বজরা, মিনাবাজার, অনন্তপুর, বুড়াবুড়ি, খোঁচাবাড়ী, জুম্মাহাট, মাঝবিল বাজার, অনন্তপুর বাজার, মন্ডলের হাট, থেতরাই হাট, বামুনের হাট, পান্ডুল হাটসহ বিভিন্ন এলাকায়। পৌর শহরে আসা মশিউর রহমান বলেন, শহরে জটলা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় বের হলেই আতংকে থাকতে হয়। কলেজ রোড দিয়ে যাওয়াই যায় না। এ রোডে কুকুর দেখলে মনে হয়, এ যেন কুকুরের হাট। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিষাদ চন্দ্র বলেন, কুকুর কামড়ের প্রতিষেধক (ভ্যাকসিন) শুধু ‘একটিভ’ বরাদ্দ রয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/০৫/২৩