চার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৩ তম, ১৬ তম ও ২০ তম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করবেন না প্রতিষ্ঠানটি।
১। পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ৩
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে এ উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরেজপুর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর এবং কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট এসচ.এস.সি বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরেজপুর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর এবং কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৩
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মাদারিপুর, গোপালগজ্ঞ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, এবং ভোলা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন গ্রেড ও স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মাদারিপুর, গোপালগজ্ঞ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, এবং ভোলা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে। বীরমুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ১৮-৩০ বছর। তবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ১৮- ৩২ থাকতে হবে।
আবদেনের লিংকঃ http://moys.teletalk.com.bd/
আবেদন ফিঃ কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং বাকি পদগুলোর জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১২ঃ০০ টা পর্যন্ত।
সূত্রঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়