|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় অটো রিকশা চালক নিহত
সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ঢাকা মোট্রো ট- ২৪১৩১০ নম্বরের একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি ট্রাকের চাকায় পিষ্ট অবস্থায় প্রায় ২০০ গজ দূর পর্যন্ত যায়।
➤ কুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
কুড়িগ্রাম ডিবি পুলিশ কর্তৃক সোমবার (৩০ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ পোষাকের ভিতর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ রাজারহাটের ছিনাই এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ।
https://www.ulipur.com/?p=22124
➤ কুড়িগ্রামে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ১৪
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকার হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র। সোমবার (৩০ জানুয়ারী) সকালে ১০টার দিকে মাস্টারের হাটের নামা চরে (জোলাপাড়া) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
https://www.ulipur.com/?p=22139