|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দিলো পুলিশ
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, বৃদ্ধা মহিলাকে তার মেয়ের জিম্মায় দেয়া হয়েছে। ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেন। নিয়মিত ওই বৃদ্ধা মহিলার খোঁজখবর রাখা হবে।
https://www.ulipur.com/?p=22015
➤ কুড়িগ্রামে শিক্ষককে পেটানোর ৪ দিন পর আসামী লিটন গ্রেপ্তার
সিসিটিভির ফুটেজ দেখে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার ৪দিন পর একজন আসামী গ্রেপ্তার হলেও এজাহারভুক্ত অন্য আসামীরা ধরাছোঁয়ার বাইরে।
https://www.ulipur.com/?p=22033
➤ ফুলবাড়ীতে জেলের ঘরে জমজ কন্যা, হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে এইচ ডব্লিউ এফ
ফুলবাড়ীতে এক দারিদ্র্য জেলে পরিবারে জন্ম নিয়েছে দুই কন্যা সন্তান। দুই সন্তানের জন্ম হওয়ার বড় দুশ্চিন্তায় পড়ে গেছেন সেই দম্পতি। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এইচ ডব্লিউ এফ) এর প্রধান পৃষ্ঠপোষক ও মানবিক চেয়ারম্যান খ্যাত ইউপি চেয়ারম্যান হাছেন আলী।
https://www.ulipur.com/?p=22043
➤ উলিপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর মৃত্যু
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় দিকে বাড়ির সামনে নিজাই খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বামী গোলজার হোসেন ও স্ত্রী সাহেদা বেগম (৫৫) ঝগড়া লাগে। এসময় স্থানীয় লোকজন দু’জনকে সরিয়ে দেয়। এরপর গোলজার হোসেন বাড়ির পার্শ্ববর্তী চায়ের দোকানে চা খাওয়ার এক পর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
https://www.ulipur.com/?p=22036
➤ রাজারহাটে বাংলাদেশ কল্যাণ পার্টির শীতবস্ত্র বিতরণ
রাজারহাটে অসহায় দুস্থ ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজারহাটের বিন্দ্যানন্দ রতিগ্রাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক শীর্তাত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=22048