।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিএনপি’র উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস এবং গণতন্ত্র মুক্তির জন্য ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে পোষ্টঅফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে জাহাজঘর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা সফিকুল ইসলাম সফি মুনসী, গোলাম রব্বানী, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকদলের সদস্য সচিব রিপন রহমান, জেলা ছাত্রদলের হাসনাত হিরক প্রমুখ।
বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ১০ দফার ভিত্তিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানান। পাশাপাশি কুড়িগ্রামের সন্তান বিএনপি’ সিনিয়র যুগ্ম মহাসচিব অসুস্থ কারাবন্দী এডভোকেট রুহুল কবীর রিজভীর নি:শর্ত মুক্তি দাবি করেন।