।। জেলা প্রতিনিধি ।।
নিরাপদ কুড়িগ্রাম গড়তে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত সিসি টিভি মনিটরিং সেলের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম।
পুলিশ সুপার বলেন, প্রথম ধাপে ৩২ টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে জেলা পুলিশ নিরাপত্তার বিষয়ে আরো এক ধাপ সামনে এগিয়ে গেলো। আমরা ধাপে ধাপে কুড়িগ্রাম শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ অন্যান্য থানা এলাকা খুব শীঘ্রই সিসিটিভির আওতায় আানা হবে।
প্রসঙ্গত, পুলিশ সুপারের উদ্যোগে প্রথম ধাপে কুড়িগ্রাম শহরের মোট ৩২ টি পয়েন্টে আইপি ক্যামেরা স্থাপন করেন, এবং পুলিশ সুপারের কার্যালয়ে সিসি টিভি মনিটরিং সেল স্থাপন করেন। যেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা সিসি টিভি মনিটরিং করবেন।
//নিউজ/কুড়িগ্রাম//জাহিদ/জানুয়ারি/১৭/২৩