।। নিউজ ডেস্ক ।।
প্রগতিশীল প্রজন্ম গঠন ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে যুগোপযোগী মানবসম্পদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে অংকুর একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন করা হয়েছে।
অর্থোপেডিক সার্জন ডা. এটিএম আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জের কয়ারপাড়ে এই স্কুলের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
এ সময় ডা. এটিএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক, গবেষক আবু হেনা মুস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ।