|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামে শেষ পৌষে গত কয়েক দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে কাঙ্ক্ষিত সূর্যের দেখা মিলছে মাত্র কিছুক্ষণের জন্য। শিশির ভেজা প্রকৃতির মধ্য দিয়ে সরাদিন বাতাস প্রবাহিত হওয়ায় কমে গেছে তাপমাত্রা।
➤ উলিপুরপ ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
কম্বল নিতে আসা আমেনা বেগম নামে একজন নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছ। আর ঠান্ডায় কাঁপতে হবে না।
https://www.ulipur.com/?p=21769
➤ উলিপুরে গুনীজন সম্মাননা পেলেন আবু হেনা মুস্তফা
আবু হেনা মুস্তফা উলিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে গত ১০ বছর ধরে ‘ছোটনদী’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেন, যা বৃহত্তর রংপুর অঞ্চলে নিয়মিত প্রকাশিত হওয়া একমাত্র ম্যাগাজিন। এছাড়া তার বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উলিপুরের বীরত্মগাথা জানার সুযোগ পাচ্ছে।
https://www.ulipur.com/?p=21764