।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের শিল্প সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় বিশেষ অবদানের জন্য এবার উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের গুনীজন সম্মাননা পেয়েছেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা।
উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদ তাঁকে এই সম্মাননা জানিয়েছে। উলিপুর লোকজ সংস্কৃতি উৎসবের উদ্বোধনী দিনে তাঁর হাতে সম্মাননা তুলে দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন।
আবু হেনা মুস্তফা উলিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে গত ১০ বছর ধরে ‘ছোটনদী’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেন, যা বৃহত্তর রংপুর অঞ্চলে নিয়মিত প্রকাশিত হওয়া একমাত্র ম্যাগাজিন। এছাড়া তার বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উলিপুরের বীরত্মগাথা জানার সুযোগ পাচ্ছে।
আবু হেনা মুস্তফার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে উলিপুরের ইতিহাস, উলিপুরের নদী ও জলপ্রবাহ এবং উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান এবং উলিপুরে গণহত্যা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
শেকড়ের সন্ধানে সাত দিনব্যাপী উলিপুর লোকজ উৎস চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। উৎসবে রয়েছে প্রায় হারিয়ে যাওয়া লাঠিখেলা, যাত্রাপালা, জারীগান, পদ্মপুরাণ, কুশানগান ও অন্যান্য আয়োজন।