|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জানুয়ারি ১১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে আজকের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস
কুড়িগ্রামে গত চার দিন ধরে দিনের বেলা সুর্যের দেখা মিললেও সন্ধার নামার আগেই নিম্নগামী হয়ে পড়ছে তাপমাত্রা। রাত যতই গভীর হয় বাড়তে থাকে কনকনে ঠান্ডার মাত্রা। জেলায় বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে জন-জীবনে। ব্যহত হয়ে পড়ছে স্বাভাবিক জীবন যাত্রাও।
➤ রাজারহাটে অটোরিকশার সাথে আলু বোঝাই ট্রলির সংঘর্ষে হেলপারের মৃত্যু
সকালের দিকে রাজারহাট- তিস্তা সড়কের ঘোরামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
ulipur.com/?p=21736
➤ চর রাজিবপুরে ২০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত চর রাজিবপুর থানা চত্বরে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে ২০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ২৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার (জ্যাকেট) উপহার দেয়া হয়।
https://www.ulipur.com/?p=21740
➤ উলিপুরে ৭ দিনব্যাপী লোকজ উৎসবের উদ্বোধন
‘শেকড়ের সন্ধানে উৎসবে মাতি, চলো ফিরে যাই মাটির টানে’ এই স্লোগানকে ধারণ করে উলিপুরে ৭দিনব্যাপী তৃতীয় বারের মতো উলিপুর লোকজ উৎসব’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বিজয় মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
https://www.ulipur.com/?p=21743