|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামের যাত্রাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ঘরের উপর, ঘুমন্ত শিশুর মৃত্যু
ঝুকিপুর্ণ বাঁধ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রাস্তা লাগোয়া একটি ঘরের উপর পরে যায়। এসময় উক্ত ঘরে ঘুমিয়ে থাক শিশু ইছা মিয়ার গায়ের উপর গাছের গুড়ির চাপায় তার মৃত্যু হয়। ঘটনার পরপর ট্রাকের ড্রাইভার ও হেলপাড় পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।
https://www.ulipur.com/?p=21689
➤ কুড়িগ্রামে গত এক মাসে হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
১০৮টি স্মার্ট ফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে ২০২২ এর ডিসেম্বর মাসে কুড়িগ্রাম সদর থানায় ৫৫টি, রাজারহাট থানায় ১টি, ফুলবাড়ী থানায় ১৭টি, নাগেশ্বরী থানায় ৪টি ও রৌমারী থানায় ৩১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে মুল মালিকদের ডেকে প্রদান করা হয়েছে।
https://www.ulipur.com/?p=21693
➤ দুর্নীতি, দুঃশাসন ও অর্থপাচার বন্ধে কুড়িগ্রামে স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী
স্বাধীনতার ৫১ বছর ধরে চলমান দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে “বদলে যাও বদলে দাও” স্লোগান নিয়ে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী। তিনি ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিবেন।
ulipur.com/?p=21699