।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা শহরে অবস্থিত আদর্শ মজিদা ডিগ্রি কলেজ কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় এক পত্রের স্থলে আরেক পত্রের পশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করার ঘটনায় আগামী ৯ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠেয় ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। রাত পেরিয়ে আজ তা ব্যাপক জানাজানি হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড ২১১৬০৩) কোর্সের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে ওই তারিখের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কোর্সের স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এদিকে এক পত্রের পরীক্ষায় আরেক পত্রের প্রশ্নপত্র খুলে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, ‘এ ঘটনায় আমরা ইতোমধ্যে একটি রিপোর্ট করেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৫ জানুয়ারির পরীক্ষার প্রশ্নপত্রের (বিষয় কোড: ২২১৬০১) স্থলে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য পত্রের (বিষয় কোড: ২২১৬০৩) প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে দিয়ে পরীক্ষা শুরুর ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর পর বিষয়টি শিক্ষকরা বুঝতে পারলে পুনরায় সঠিক প্রশ্নপত্র এনে আধা ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা।