|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জানুয়ারি ০৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোট ৪টি ইভেন্টে ৫০ মিটার মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতিসাঁতার প্রতিযোগিতায় ১৬জন অংশগ্রহন করেন। মেয়েদের মধ্যে ৫০ মিটার মুক্ত সাঁতার এ অঞ্জলী রানী প্রথম, মুন্নি আক্তার দ্বিতীয়, হাবিবা তৃতীয় হয়েছে। বুক সাঁতার প্রতিযোগিতায় অঞ্জলী রানী প্রথম, ফারিয়া আক্তার নুপুর দ্বিতীয় হয়েছে।
https://www.ulipur.com/?p=21642
➤ আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রী সেলসিয়াস, বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কনকনে শীতের ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। জনমনে চরম ভোগান্তি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। সকাল ১১টার পর সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় বেড়েছে কনকনে ঠান্ডার মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন।
https://www.ulipur.com/?p=21636