|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জানুয়ারি ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে দরিদ্র পরিবারে গরু বিতরণ
উলিপুরে দারিদ্র বিমোচনে গাভী পালন প্রকল্পের আওতায় বন্যা কবলিত নদী ভাঙা, হতদরিদ্র ৭টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় থেতরাই ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১৩তম কিস্তির অনুদানে এসব বকনা গরু সংস্থার অফিস চত্বরে বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রাম মজিদা কলেজে বিধি বর্হিভুতভাবে পদ দখলের অভিযোগে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কলেজের গর্ভনিং বডির সভাপতি মো: সিরাজুল ইসলাম টুকু স্নাতক পাশ না হয়েও মিথ্যা তথ্য ও জাল সনদ দিয়ে সভাপতির পদটি ধরে রেখেছেন। অভিযোগের ভিত্তিতে তার স্নাতক পাশের সার্টিফিকেট শিক্ষা বোর্ড কর্তৃক ভুয়া প্রমানিত হলেও তিনি জোর করে পদটি ধরে রেখেছেন।
https://www.ulipur.com/?p=21621
➤ কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময়
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, সততা ও নৈতিকতার সাথে সবাইকে একযোগে কাজ করতে হবে। মৎস্য চাষে আমাদের অপার সম্ভাবনা রয়েছে, সেখানে কর্মপরিধি বাড়াতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে।
https://www.ulipur.com/?p=21624