|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জানুয়ারি ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
রৌমারীতে ১০১ বোতল ভারতীয় মদসহ সালমা বেগম (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমা ওই গ্রামের শহীদের স্ত্রী।
➤ চিলমারী তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় বালুমহাল ঘোষণার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন
বক্তারা বলেন, কৃষি জমি, মাছ-ডলফিন-পাখিসহ জীববৈচিত্র, শিল্পায়নের খনিজ সম্পদ ধ্বংস ও চিলমারী তীর সংরক্ষণ প্রকল্পকে ঝুঁকে ফেলে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এই চক্রটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্রহ্মপূত্রের ডান তীরকে ঝুকিতে ফেলার জন্য বালুমহাল ঘোষনার চক্রান্ত করছে।
https://www.ulipur.com/?p=21601
➤ কুড়িগ্রামে বিদ্যানন্দের উদ্যোগে শুরু হলো গরীবের সুপার শপ
হলোখানা ইউনিয়নের চড় সুভারকুটি গ্রামে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ বাজারের। এই বাজার থেকে দরিদ্র মানুষ নাম মাত্র মূল্যে চাল, ডাল, তেল, আটা, ডিম, লবণসহ নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পেরেছে। প্রায় ২৫০ টি পরিবার এর মাধ্যমে সুবিধা পেয়েছে। মাত্র ১ টাকায় ১ কেজি চাল, ২ টাকায় ১ কেজি ডাল, ৩ টাকায় ১ লিটার তেল।
https://www.ulipur.com/?p=21604