|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ০২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে বিট পুলিশিং’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চর গুজিমারী এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
➤ উলিপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গরবো সমাজসেবায়” এ স্লোাগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
➤ কুড়িগ্রামে ডাক্তারদের মধ্যে সেরা করদাতার সম্মাননা স্মারক পেলেন ডাক্তার অমিত কুমার বসু
কুড়িগ্রামে ডাক্তারদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন কুড়িগ্রামের চিকিৎসক ডা: অমিত কুমার বসু। ২৯ ডিসেম্বর ২০২১-২০২২ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে কুড়িগ্রাম জেলায় চিকিৎসকদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম তার হাতে ক্রেস্ট তুলে দেন।
https://www.ulipur.com/?p=21577
➤ “হামরা জারতে কাহিল হয়া গেছলং বাহে” এই আর্তনাদ উলিপুরের দূর্গম চরের আছিয়া বেওয়ার
সোমবার (০২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চল গুজিমারীতে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=21583
➤ নাগেশ্বরীতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
https://www.ulipur.com/?p=21590
➤ কুড়িগ্রামে শেখ কামাল যুব গেমস এর উদ্বোধন
যুব গেমসে ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টনসহ ৬টি বিষয়ে খেলায় উপজেলা পর্যায়ে উদিয়মান তরুন তরুণীরা অংশগ্রহন করছে। প্রথম দিন ৯উপজেলা থেকে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬দিন ব্যাপী প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে ৫২জন যুব ক্রীড়াবিদ অংশগ্রহন করবে।
https://www.ulipur.com/?p=21593