|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জানুয়ারি ০১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে প্রচণ্ড শীত উপেক্ষা করে বই বিতরণ উৎসব পালন
বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১৩২ জন শিক্ষার্থীর হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫২৫ টি নতুন বই তুলে দেয়া হবে। এছাড়াও ১২৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশিস্নষ্ট বিভাগ।
https://www.ulipur.com/?p=21558
➤ কুড়িগ্রামে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি হচ্ছে তৃণমূল মানুষের আস্থার জায়গা। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন। গণঅধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের আবারো জাগতে হবে এবং জাতীয় নির্বাচনে এই আসনের প্রার্থীকে জয়ী করতে হবে।
https://www.ulipur.com/?p=21561
➤ ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা মানিক কাজি গ্রামে একটি অটো রিক্সাযোগে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিলের বোতল পাচারের সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে, অটোটি আটক করলে পাচাকারী ময়েজ উদ্দিন (৪৫) বোতল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।