।। জেলা প্রতিনিধি ।।
পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে কুড়িগ্রামে একযোগে ৮৩৬টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১৩২ জন শিক্ষার্থীর হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫২৫ টি নতুন বই তুলে দেয়া হবে। এছাড়াও ১২৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশিস্নষ্ট বিভাগ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সরকার এবারও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। এখন যুগের সাথে তাল মেলাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থী দেরকেও আরো বেশী মনযোগ দিয়ে পড়াশুনা করতে হবে।
//নিউজ/কুড়িগ্রাম//শাহীন/জানুয়ারি/০১/২৩