।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। দুপুর ১২.৩০ টায় শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
এসময় কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি ও লেখক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, ইনকিলাব প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দীপ্ত টিভি প্রতিনিধি ইউনুছ আলী, দৈনিক করতোয়া ও মানবজমিন স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, ইত্তেফাক প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগোবাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, দৈনিক স্বদেশ প্রতিদিন সম্পাদক শাহীন আহমেদ, আমার সময় প্রতিনিধি সাইফুল ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী মমতাজ বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম সংবাদদাতা মাহফুজার রহমান খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি সেখ হুমায়ুন কবির সূর্য। অনুষ্ঠানে বৈশাখী পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ।
বক্তারা বৈশাখী টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ইতিবাচক দিক তুলে ধরে এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এরপর অতিথিবৃন্দ সম্মিলিতভাবে বর্ষপূর্তির কেক কাটেন। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।