।। নিউজ ডেস্ক ।।
দেশবরেণ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন কুড়িগ্রামে তার জন্মভূমিতে নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধীতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, কবি পুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।
কবির জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দিনভর মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ। কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহন করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা গেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস চত্ত্বরে তাকে সমাধীস্থ করা হয়। প্রতিদিন তার ভক্তরা আসে এ সমাধীস্থল পরিদর্শনে। এ কমপ্লেক্স নির্মিত হলে কুড়িগ্রামের পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।